সুবিধাবঞ্চিত মানুষকে ইফতার করায় ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ ফেসবুকভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ঝাঁক তরুণ-তরুণী নিজেদের শহরকে পরিচ্ছন্ন রাখতে তিন বছর আগে এই সংগঠনের কার্যক্রম শুরু করেন।
শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত কর্মসূচি পালনের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতাবোধ তৈরিতে কাজ করছে সংগঠনটি। এছাড়া সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে। এবারও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ইফতার নিয়ে হাজির হচ্ছেন সংগঠনের সদস্যরা। সদস্যদের চাঁদার টাকায় প্রতিদিন দেড়শ জনকে করানো হচ্ছে ইফতার।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষের মতো সুবিধাবঞ্চিত মানুষগুলোও মানবেতর দিন কাটাচ্ছেন। তাদের জন্যই টানা দ্বিতীয়বারের মতো ইফতার নিয়ে হাজির হয়েছেন ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার’ সদস্যরা।
গত বছরও এই কার্যক্রম হাতে নিয়েছিল সংগঠনটি। প্রথম রোজা থেকে শহরের রেলওয়ে স্টেশন, মঠের গোড়া, লোকনাথ দিঘিরপাড় ও মসজিদ রোডসহ শহরের বিভিন্ন অলি-গলিতে সুবিধাবঞ্চিত মানুষের কাছে ছুটছে ইফতার নিয়ে। পুরো রোজার মাসজুড়ে ইফতার বিতরণ করবে সংগঠনটি। ইফতারের মেন্যুতে কোনোদিন থাকছে বিরিয়ানি আবার কোনোদিন খিচুড়িসহ অন্যান্য ইফতার।
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক বলেন, সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সুবিধাবঞ্চিতদের ইফতার করাচ্ছি। প্রতিদিন ইফতারের আগমুহূর্তে আমাদের সদস্যরা সুবিধাবঞ্চিতদের কাছে হাজির হন ইফতারের প্যাকেট নিয়ে। তাদের সঙ্গে আমাদের সদস্যরাও ইফতার করেন। আমাদের এই কার্যক্রম পুরো রোজার মাসজুড়ে চলবে।
‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনটি ২০১৭ সালে যাত্রা শুরু করে। ইতোমধ্যে জনকল্যাণমুখী নানা উদ্যোগ নিয়ে সাড়া জাগিয়েছে সংগঠনটি। ভবিষ্যৎ প্রজন্মকে পরিচ্ছন্ন শহর গঠনে ভূমিকা রাখতে প্রজেক্ট পরিচ্ছন্ন শিক্ষাঙ্গণের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ‘গ্রিন ব্রাহ্মণবাড়িয়া’ নামেও একটি প্রজেক্ট চালু করেছে সংগঠনটি। এছাড়া শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ করেছে ‘ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’।
আজিুজল সঞ্চয়/এএম/জেআইএম