সিরাজগঞ্জে ৫০০ পরিবারের মুখে হাসি ফোটালেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০২ মে ২০২০

সিরাজগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোহান এন্টারপ্রাইজের পরিচালক শাহাদাত হোসেনের উদ্যোগে অসহায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহরের শাহেদনগর ব্যাপারীপাড়ায় শাহাদাত হোসেন বুদ্ধিনের বাসভবনে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

sirajgonj

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, শহর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মিনা খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসান লিখন, সাবেক শিক্ষা ও বৃত্তিবিষয়ক সম্পাদক সাংবাদিক ইউসুফ দেওয়ান রাজু ও পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।