ভৈরবে কাভার্ডভ্যান উল্টে প্রাণ গেল যুবকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১০:১২ পিএম, ০২ মে ২০২০
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে পারভেজ মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে ভৈরব শহরের জগনাথপুর এলাকার সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ মমতাজ মেহেদীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের মালেক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মালবোঝাই ছোট কাভার্ডভ্যানটি শনিবার সকালে নরসিংদীর রায়পুরা থেকে মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। শহরের জগনাথপুর এলাকার সেতু সংলগ্ন স্থানে আসলে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এ সময় কাভার্ডভ্যানের ভেতর সিটে বসা ছিলেন পারভেজ। ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারসহ কাভার্ডভ্যানটি থানায় নিয়ে আসে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

আসাদুজ্জামান ফারুক/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।