আমদানি-রফতানি চালু করতে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের বৈঠক
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি চালু করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের নেতৃত্বে সাতজন ও ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের সভাপতি কান্তি দত্তের নেতৃত্বে আটজন এ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বাংলাদেশি সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষে ভারতে কাঁচামালসহ অন্যান্য দ্রব্য রফতানির অপেক্ষায় আটকে থাকা দেড় হাজার ট্রাক জিরো পয়েন্টে লোড-আনলোডের প্রস্তাব দেয়া হয়। এ সময় ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টের পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহে ভারতের কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, আমদানি-রফতানি বন্ধ রয়েছে। বাংলাদেশের যে ট্রাকগুলো বন্দরে আটকা আছে সেগুলো জিরো পয়েন্টে লোড-আনলোড করা যায় কি-না সে বিষয়ে মতবিনিময় করেছি। তবে কোনো সুফল হয়নি। ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন ডিএমের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে জানাবেন। তারা এই মুহূর্তে আমদানি-রফতানি কার্যক্রম চালু করতে চান না।
তবে আমদানি-রফতানির বিষয়ে ভোমরার কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শেখ এনাম আহমেদ বলেন, সব আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হতে পারে তার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। বন্দরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস করছেন।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ