কালীগঞ্জে চালু হলো করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৩ মে ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় এ বুথ স্থাপন করা হয়।

রোববার (০৩ মে) সকালে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। তবে উপজেলায় আরও কয়েকটি বুথ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। করোনাভাইরাস বহন করে আসা কোনও রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন সেজন্য এ বুথগুলো স্থাপন করা হবে। এতে চিকিৎসক ও রোগীরা নিরাপদ থাকবেন।

সরেজমিনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, কাচ দিয়ে ঘেরা এই বুথের মধ্যে একজন চিকিৎসক অবস্থান নিচ্ছেন। সামনের সামান্য ফাঁকা জায়গা দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন। স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক ও বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হচ্ছে। এ সময় কোনও রোগীর তাপমাত্রা করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে পাঠানো হচ্ছে। এতে নমুনা সংগ্রহকারী ও প্রদানকারীকে একে-অন্যের সংস্পর্শে যেতে হচ্ছে না। এভাবে একজন সংগ্রহকারী অধিক লোকের নমুনা সংগ্রহ করছেন। তবে তার সংক্রমণের ঝুঁকিও থাকছে না।

কালীগঞ্জ উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক বলেন, গাজীপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে নির্দিষ্ট ডিজাইনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের এবং চিকিৎসকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ বুথ স্থাপন করা হয়। ইতোমধ্যে কালীগঞ্জের এ বুথ থেকে সেবা দেয়া শুরু হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর থেকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয়জন চিকিৎসক, আটজন নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্ট ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ১৬ জন পুলিশ সদস্য এবং উপজেলা প্রশাসনের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর বাইরে রয়েছেন আরও ৪৬ জনসহ মোট ৯১ জন করোনা রোগী। শনাক্ত ৯১ জনের মধ্যে একজন চিকিৎসকসহ মোট ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।