কুড়িগ্রামে তিন চিকিৎসকসহ ৬ জন কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৩ মে ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় করোনায় আক্রান্ত হওয়ায় তিনজন চিকিৎসক, দুইজন নার্স ও একজন ওয়ার্ডবয়কে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

একই সঙ্গে আক্রান্ত ওয়ার্ডবয়কে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার উপজেলার প্রথম করোনা রোগী সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। এর কিছুক্ষণ পর স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয়ের করোনা পজিটিভ ফলাফল আসে। তবে হাসপাতাল লকডাউন করা হয়নি। হাসপাতালের সব স্টাফের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পাঁচজন স্টাফের নমুনা সংগ্রহ করা হবে। প্রতিদিন কমপক্ষে তিনজন স্টাফের নমুনা সংগ্রহ করে পাঠানো হবে পরীক্ষার জন্য।

তিনি আরও বলেন, করোনা পজিটিভ ওয়ার্ডবয়ের ডায়াবেটিসসহ উচ্চরক্তচাপ রয়েছে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে অন্যদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, আক্রান্ত ওয়ার্ডবয়ের সঙ্গে যারা ডিউটি করেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নাজমুল/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।