৩১ মে বাজারে আসবে হিমসাগর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৪ মে ২০২০

সাতক্ষীরার আমের সুনাম রয়েছে। এই সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ী ও ফল চাষিদের সহযোগিতা করতে হবে। নিরাপদে আম বাজারজাতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সোমবার সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদে আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

সভায় আগামী ৩১ মে থেকে হিমসাগর, ৭ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপালি আম ভাঙা ও বাজারজাতকরণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া কোনো বাগানের আম যদি আগে পরিপক্ক হয় তবে সংশ্লিষ্ট উপসহকারী কর্মকর্তাকে জানালে তিনি বাগান পরিদর্শন করে অগ্রিম আম ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও আম চাষিরা।

সভায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, চাষিরা মূল শক্তি; চাষিরাই দেশের প্রাণ। তাদের রক্ষা করেই সব সিদ্ধান্ত নিতে হবে। তবে অবশ্যই উৎপাদিত আমের গুণাগুণ রক্ষা করে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।