নীলফামারীতে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৫ মে ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় জিসান (১০) নামে এক শিশু মারা গেছেন। জিসান জলঢাকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাজিরহাট এলাকার বাসিন্দা হাসানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, জিসানের বাবা-মা ঢাকা আশুলিয়ায় চাকরি করেন। সেই সুবাদেই সেখানে থাকতেন তারা। গত কয়েকদিন থেকে করোনা উপসর্গে ভুগছিল ও গতকাল সন্ধ্যায় মৃত্যুবরণ করে।

জিসানের পরিবার তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে জলঢাকার নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে কবরস্থানে দাফনের আগে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীরের নেতৃত্বে একটি মেডিকেল টিম মৃত শিশুটির দেহে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের সহায়তায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল আজিজের নেতৃত্বে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।