নীলফামারীতে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:১৬ পিএম, ০৫ মে ২০২০
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে মরিচবোঝাই পিকআপের সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের রংপুর-জলঢাকা সড়কের জুম্মাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালক রাজধানীর গুলশান এলাকার শেখ হাসেম আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬)। আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার সময় তারা পিকআপে ছিলেন।

কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেদনোয়ানুজ্জামান বলেন, বিকেলে ওই এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে মরিচবোঝাই পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, এ দুর্ঘটনায় হিমেল কার্গো সার্ভিসের ট্রাকটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।

জাহেদুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।