কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৬ মে ২০২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে কৃষ্ণচূড়া গাছচাপায় ইউনুস আলী (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের একটি সেলুনে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী গুমানীগঞ্জ ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের হবিবর রহমান মণ্ডলের ছেলে।

গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম রিপন জানান, ইউনুস আলী সেলুনে চুল কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘ করে চারদিক অন্ধকার হয়ে যায়। এ সময় কালবৈশাখী ঝড়ের তীব্র গতিতে কিছু বুঝে ওঠার আগেই দোকানের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছটি উপড়ে দোকানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ইউনুস আলীর মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে আপেল আহত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন জানান, এ ঘটনায় নিহত ইউনুস আলীর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।

জাহিদ খন্দকার/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।