মেহেরপুরে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৬ মে ২০২০

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রথমবারের মতো দুইজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ওমান ফেরত ও অপরজন ঢাকা থেকে এসেছেন। তারা দুইজনই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ আর মৃতের সংখ্যা একজন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, গাংনী উপজেলার রংমহল গ্রামের বাসিন্দা ২৯ বছর বয়সী এক ব্যক্তি গত ২৮ এপ্রিল ওমান থেকে আর ষোলটাকা গ্রামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি ২৯ এপ্রিল ঢাকার মহাম্মদপুর থেকে নিজ বাড়িতে আসেন। তাদের দুজনকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় ঢাকা ফেরত ব্যক্তির এবং আইইডিসিআরে ওমান ফেরত ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করা হচ্ছে।

আসিফ ইকবাল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।