দুই সপ্তাহ করোনার সঙ্গে লড়ে বাড়ি ফিরলেন বাবা-ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৬ মে ২০২০

দুই সপ্তাহ করোনার সঙ্গে যুদ্ধ করে ডাক্তাদের অক্লান্ত চেষ্টায় রোগমুক্ত হয়ে বাড়ি ফেরার সনদ পেয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার করোনা আক্রান্ত বাবা-ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তারা বাড়ি ফেরার সনদ পেয়েছেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী মঙ্গলবার তার সরকারি ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। ইউএইচএফ পিও’র বরাত দিয়ে তিনি লিখেছেন, রাজধানী ঢাকার ওই হাসপাতালের ডাক্তারগণ দুইবার চেক করার পর ফলাফল নেগেটিভ এসেছে।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল ফোনে জানান, করোনায় আক্রান্ত বাবা-ছেলে রোগমুক্ত হয়েছেন।

এর আগে গত ২৪ এপ্রিল উপজেলার মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামে মুদি দোকানী বাবা ও পল্লী চিকিৎসক ছেলে করোনা আক্রান্ত হন। বাবার বয়স ৬৪ বছর, ছেলের ৩৫ বছর।

এদিকে আক্রান্ত হবার পর থেকে কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সার্বিক সহযোগিতায় বাড়ির অন্য সদস্যদের লকডাউনে থাকালীন সময়ে খাবারসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা দেয়া হয়েছে।

এছাড়াও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এবং উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী তাদের সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।