পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণ দিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দম্পতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৭ মে ২০২০

করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে ব্যাপক। প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং অনেকের মৃত্যু হচ্ছে। ঘরবন্দি খেটে খাওয়া মানুষগুলো কাজ না করতে পেয়ে কর্মহীন হয়ে পড়েছেন। গরিব, দুস্থ ও অসহায় পরিবারের খাবার সঙ্কট দেখা দিয়েছে।

এ অবস্থায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নের পাঁচ শতাধিক গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দম্পতি ফজলুর রহমান খান ও তার স্ত্রী নাসরিন খান।

বৃহস্পতিবার (০৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের ভূমখাড়া তাদের নিজ গ্রামের খান বাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা। খাদ্যসামগ্রীর প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ ও দুটি সাবান।

এ সময় নড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, যুক্তরাষ্ট্রপ্রবাসীর বড় ভাই লিয়াকত আলী খান, সমাজসেবক খান মোহাম্মদ নেছার, অ্যাডভোকেট আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা পাওয়া ভূমখাড়া এলাকার এক বাসিন্দা জানান, করোনাভাইরাসের কারণে ঘরবন্দি। ঘরে খাবার নেই। ফজলুর রহমান খান ও তার স্ত্রী নাসরিন খান আমাদের খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ তাদের ভালো রাখুক।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ফজলুর রহমান খান বলেন, আমি ও আমার স্ত্রী, দুই ছেলে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকি। যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় ৭২ হাজার মানুষ মারা গেছে। আমাদের বাংলাদেশি অনেক ভাই-বোন মারা গেছেন। এই সঙ্কটময় অবস্থায় সবার দোয়া চাই।

তিনি বলেন, পাশাপাশি নিজ জন্মভূমি ভূমখাড়া এলাকার অসহায় মানুষের সামান্য সহযোগিতা করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি। গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখব। করোনাভাইরাসের কারণে দেশের সঙ্কটময় সময় বিত্তবানদের ত্রাণ নিয়ে এগিয়ে আসা উচিত।

মো. ছগির হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।