আগে জীবন পরে ব্যবসা, ঈদে সিলেটের সব মার্কেট-শপিংমল বন্ধ
ঈদুল ফিতরের আগে সিলেটের কোনো মার্কেট ও শপিংমল এবং ব্যবসাপ্রতিষ্ঠান খুলছে না। শুক্রবার (০৮ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগরভবনে মেয়রের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন।
বৈঠকে উপস্থিত একাধিক ব্যবসায়ী নেতা জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০ মে থেকে সিলেটের কোনো মার্কেট-শপিংমল ও ফ্যাশন হাউস না খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ঈদের আগে ব্যবসাপ্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সবাই একমত হয়েছেন।
বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শফিউল আলম নাদেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আমরা আগে চাই নিরাপত্তা, পরে ব্যবসা। আমরা চাই- আগে জীবন, পরে জীবিকা।
তিনি বলেন, কেবল পোশাকের দোকান নয়, নিত্যপণ্য ছাড়া সবধরনের দোকানপাট ও বিপণিবিতান ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এই সময়ে যাতে ফুটপাতে কেউ ব্যবসা করতে না পারেন এই ব্যাপারেও সিটি করপোরেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আবারও প্রমাণ হয়েছে সিলেটের ব্যবসায়ীরা শুধু ব্যবসা নয়, সবার আগে মানুষের জীবনের নিরাপত্তাকে প্রাধান্য দেন এবং জাতীয় দুর্যােগে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি বলেন, এখন যেভাবে চলছে, নিত্যপণ্য ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ, ঈদ পর্যন্ত একইভাবে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার নগরের নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশন নয়সাড়ক এলাকার মাহা, আড়ং ও কমলাভান্ডারসহ কোনো ব্যবসাপ্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নেয়।
ছামির মাহমুদ/এএম/পিআর