করোনা ঠেকাতে শেরপুর কারাগার থেকে ১৪ কয়েদিকে মুক্তি
দেশব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সংক্রমণ ঠেকাতে শেরপুর কারাগার থেকে ১৪ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। রোববার (০৩ মে) দুইজন ও শুক্রবার (০৮ মে) ১২ জনকে মুক্তি দেয়া হয়।
শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতির কারণে জেলা কারাগারে সর্বোচ্চ এক বছর থেকে ছয় মাস মেয়াদের সাজাভোগীদের মধ্যে সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কারা মহাপরিদর্শক দফতরে মোট ২৩ জনের প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে সরকারের নির্বাহী আদেশে এক বছরের নিচে লঘু দণ্ডপ্রাপ্ত ১৫ জনকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। দুই দফায় ১৪ জনকে ইতোমধ্যে তাদের নিজ নিজ আত্মীয়-পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী রোববার আরও একজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে সাজা মওকুফ হওয়া ১৪ জনই পুরুষ এবং তাদের মধ্যে মাদক মামলায় ১০ জন, ইভটিজিং মামলায় দুইজন ও যৌতুক নিরোধ আইনসহ অন্য আইনে তিনজন রয়েছেন। তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত।
এএম/জেআইএম