সাঘাটায় ১ হাজার পরিবারকে ত্রাণ দিলেন ছাত্রলীগ নেতা রিপন
গাইবান্ধার সাঘাটায় উপজেলায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
করোনাভাইরাসের মহামারিতে দিনমজুর, নিম্নআয়ের যেসব মানুষ জীবিকা নির্বাহে কষ্ট করছেন; রিপন তার এলাকার সাঘাটা উপজেলার সেসব মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছেন।
শনিবার ব্যক্তিগত অর্থায়নে দেয়া এ ত্রাণ সহায়তার প্যাকেটে ছিল ১০ কেজি চাল, তেল, চিনি, আলু, ডাল ও সাবানসহ বিভিন্ন উপকরণ। যা দুর্ভোগে পড়া মানুষের জীবনধারণে উপকারে আসবে।
সকালে ফলিয়া দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেস আলী প্রধান ও সাধারণ সম্পাদক এসএম সামসিল আরেফিন টিটুসহ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রিপন বলেন, সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষদের পাশে থাকতে চাই। মানুষের পাশে আছি, পাশে থাকব সবসময়।
এএম/এমকেএইচ