মেহেরপুর কারাগার থেকে ৫ কয়েদির মুক্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ০৯ মে ২০২০

দেশে করোনাভাইরাস মহামারিতে মহামান্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মেহেরপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে ৫ কয়েদিকে মেহেরপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়। মুক্তিপ্রাপ্তরা হলেন, মাদক মামলার গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবু জাফরের ছেলে মিজানুর রহমান (৩৩), একই গ্রামের মৃত আকালী মন্ডলের ছেলে পলান (২৯), হাড়াভাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে লাবলু হোসেন (৩৪), সাহেবনগর গ্রামের মৃত বদরউদ্দীনের ছেলে মহাজ্জেল হোসেন (২৮) ও শিশিরপাড়ার মৃত মুজামের ছেলে তোতা আলী(৩২)।

মেহেরপুর কারাগারের জেল সুপার এ.এস.এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩ মে পাওয়া চিঠিতে মাদক মামলার ৩ থেকে ৬ মাস মেয়াদের ১০ জন কয়েদিকে মুক্তি দেয়ার নির্দেশনা আসে আমাদের কাছে। ১ম ধাপে আজ দুপুরে ৫ জন কয়েদিকে আমরা মুক্তি দিয়েছি।আগামীতে আরও ৫ জন কয়েদিকে মুক্তি দেয়া হবে।

এদিকে কারাগারের বাইরে অবস্থানরত স্বজনরা তাদের গ্রহণ করে বাড়ি নিয়ে যান। কারাগার থেকে মুক্তি পেয়ে বন্দিরা সরকারের কাছে কৃতঙ্গতা প্রকাশ করেন।

আসিফ ইকবাল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।