রংপুরে পুলিশসহ আরও ৬ জনের করোনা শনাক্ত, মোট ১৩৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:২৬ এএম, ১১ মে ২০২০

রংপুরে পুলিশ সদস্যসহ আরও ৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রোববার (১০ মে) রাত ১২টায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

আক্রান্তরা হলেন- রংপুরের পীরগাছার এক পুলিশ সদস্য (৫০), বদরগঞ্জের পুলিশ সদস্য (৪০), নগরীর সেনপাড়ায় এক যুবক (২০), আদর্শপাড়ার এক যুবক (৩০), হারাগাছ এলাকার একজন (৪০) এবং পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতাকর্মী (৩০)।

রোববারের ৬ জনসহ রংপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৪ জনে।

জিতু কবীর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।