নীলফামারীতে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ
নীলফামারীতে করোনা পরিস্থিতে ঘরবন্দি কৃষক। অর্থকষ্টে মাঠে পড়ে থাকা পাকা ধান কাটতে পারছেন না। সোমবার জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের ঢুলিয়া বাবুপাড়া গ্রামের এমন পাঁচ কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।
বেলা ১১টার দিকে জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া আবিদের নেতৃত্বে ধান কাটা কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা। এ সময় কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক মাজেদুল ইসলাম প্রমুখ।
জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় বলেন, ধান পাকা শুরু হয়েছে জেলায়। অনেক কৃষক অর্থের অভাবে শ্রমিক খাটিয়ে পারছেন না ধান কাটতে। এমন কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দেবে কৃষক লীগ। উপজেলা এবং ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের কৃষকের ধান কেটে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
অপরদিকে, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরিফ ইসলামের নেতৃত্বে সংগঠনের একঝাঁক তরুণ জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা পোড়া পাড়া গ্রামের কৃষক বিমল সিংহের দেড় বিঘা জমির ধান কেনে মাড়াই করে ঘরে তুলে দেন।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরিফ ইসলাম বলেন, প্রান্তিক মানুষের হাসি মুখ দেখার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের সঙ্কট মোকাবিলায় সবসময়ই কাজ করে যাচ্ছে। কৃষকের সোনালী হাসি যেন মলিন না হয় সেজন্য কাজ করছে ছাত্রলীগ।
ওই কৃষকের ধান কাটা মাড়াইয়ের কাজে সহযোগিতা করে তুহিন ইসলাম, চয়ন রায়, সাবু ইসলাম, শাহিন ইসলাম, মারুফ ইসলাম, হানিফ ইসলাম, রকিব ইসলাম, আলামিন হোসেন ও সুমন ইসলাম।
জাহেদুল ইসলাম/এএম/পিআর