স্বাস্থ্যবিধি না মানায় শেরপুরে দোকানপাট বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১২ মে ২০২০

করোনাভাইরাস থেকে বাঁচতে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শেরপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার (১১ মে) সন্ধ্যায় সংগঠনের সভাপতি আসাদুজ্জামান রওশন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে মঙ্গলবার (১২ মে) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অবস্থা বলবৎ থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন সারাদেশের সব দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত রোববার (১০ মে) থেকে কিছু শর্ত সাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়। কিন্তু ওই শর্তগুলো যথাযথভাবে প্রতিপালন করা সম্ভব নয় বিধায় জনগণের জীবন বাঁচানোর স্বার্থে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যনির্বাহী পরিষদ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের জরুরি বর্ধিত সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় যে, মঙ্গলবার থেকে শেরপুরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হবে।

তবে ওষুধের দোকান, মুদি দোকান ও কৃষি যন্ত্রপাতির দোকান এ নির্দেশের আওতামুক্ত থাকবে। সেই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সব ব্যবসায়ীকে বাড়িতে অবস্থান করতেও অনুরোধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে রোববার থেকে স্বাস্থ্যবিধি মানার শর্ত সাপেক্ষে দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় সরকার। সরকার অনুমতি দিলেও রাজধানীর বড় বড় শপিং মলসহ বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা তাদের দোকানপাট না খোলার ঘোষণা দেন। কিন্তু শেরপুরে সোমবার থেকেই দোকানপাট খুলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে কেনাবেচা করায় এমন সিদ্ধান্ত নেয়া হলো।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।