দুই শতাধিক ক্রীড়াবিদের পাশে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১২ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়া বরগুনার দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মঙ্গলবার দুপুরে বরগুনা স্টেডিয়ামে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাইন বিল্লাহ।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে বরগুনার খেলোয়ার এবং সংগঠকরা কর্মহীন হয়ে পড়েন। চরম দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে বরগুনা ক্রীড়া সংস্থা।

borguna

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, গুঁড়া দুধ, সেমাই ও সাবান।

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে দাঁড়াতে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। এরই ধারাবাহিকতায় করোনার চরম ক্রান্তিলগ্নে আমাদের সাধ্য অনুযায়ী ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় ক্রীড়াবিদ ও সংগঠকের উদ্দেশ্যে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছেন। এর ধারাবাহিকতায় বরগুনা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা সর্বদা আপনাদের পাশে থাকবে।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।