নীলফামারী সীমান্তে ৫১ বিজিবির খাদ্য সহায়তা প্রদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৩ মে ২০২০

করোনা পরিস্থিতি ঘিরে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্ত গ্রামে ৪শ অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ন।

সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার সকালে ও দুপুরে ৫১ বিজিবি এর সার্বিক তত্ত্বাবধানে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত এসব ত্রাণ বিতরণ করা হয়।

কলোনী পূর্বছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ পরিবার এবং ঠাকুরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০০ পরিবারসহ সর্বমোট ৪০০টি অসহায়, গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে চার কেজি করে চাল, চার কেজি করে আটা, ডাল ২ কেজি ও লবণ ১ কেজি দেয়া হয়েছে।

ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ ইসহাক (পিএসসি)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (লজিস্টিক) সেক্টর সদর দপ্তর রংপুর ও সংশ্লিষ্ট কোম্পানি/বিওপি কমান্ডার এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সূত্র মতে, এর আগের দিন মঙ্গলবার ৫১ বিজিবি কর্তৃক পাটগ্রাম উপজেলার সীমান্ত বর্তী ৬০০ গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃক এটি দ্বিতীয় পর্বের ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রথম পর্বে গত এপ্রিল মাসে লালমনিরহাট এবং নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকার ১০০০ দুস্থ এবং হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছিল। প্রথম এবং দ্বিতীয় পর্ব এই দুই পর্ব মিলে সীমান্তবর্তী মোট দুই হাজার দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে ত্রাণ বিতরণ করে ৫১ বিজিবি।

জাহেদুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।