দুধ ফেলে দিচ্ছেন খামারিরা, ১ লাখ লিটার কিনল র‌্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৩ মে ২০২০

মহামারি করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়া সিরাজগঞ্জ-পাবনার খামারিদের পাশে দাঁড়াল র‌্যাব। এসব খামারির উৎপাদিত এক লাখ লিটার দুধ ন্যায্যমূল্যে কিনে নিয়েছেন র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির মাধ্যমে শাহজাদপুর, পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর এলাকার খামারিদের কাছ থেকে এসব দুধ কেনা হয়।

Rab-P1

র‌্যাব-১২-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এমএমএইচ ইমরান বলেন, সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলে হাজার হাজার দুগ্ধ খামার গড়ে উঠেছে। এসব খামারকে ঘিরে এখানে গড়ে উঠেছে মিল্ক ভিটাসহ দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী বেশ কিছু প্রতিষ্ঠান। করোনাভাইরাসের কারণে থেমে গেছে খামারিদের জীবন-জীবিকা। দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত দুধ না কেনায় বিপাকে পড়েছেন খামারিরা। পচনশীল পণ্য হওয়ায় সংরক্ষণ করারও সুযোগ না থাকায় নিরুপায় হয়ে দুধ ফেলে দিচ্ছিলেন তারা। খামারিদের কথা বিবেচনা করে র‌্যাব-১২ তাদের দুধ কেনার সিদ্ধান্ত নেয়। ২২ এপ্রিল ১০ হাজার লিটার দুধ কেনার মাধ্যমে থেকে এ কার্যক্রম শুরু হয়। সংগ্রহ করা দুধ দিয়ে ঘি-পনির তৈরি করে সারা দেশের র‌্যাব সদস্যদের মাঝে উৎপাদিত মূলে সরবরাহ করা হবে।

Rab-P1

র‌্যাব-১২-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল বলেন, দেশের চলমান পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখতে কৃষক-শ্রমিক ও খামারিদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এরই অংশ হিসেবে খামারিদের দুধ কেনা হচ্ছে। বুধবার সর্বোচ্চ এক লাখ লিটার দুধ কেনা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।