ময়মনসিংহে নতুন করে চিকিৎসকসহ ১৫ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:০০ এএম, ১৪ মে ২০২০
ফাইল ছবি

ময়মনসিংহে নতুন করে এক চিকিৎসকসহ ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৬ জন। বুধবার (১৩ মে) রাতে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ধোবাউড়া উপজেলার পাঁচজন, ভালুকার তিনজন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ দুইজন, মুক্তাগাছার দুইজন, ফুলবাড়িয়ার দুইজন ও ঈশ্বরগঞ্জের একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৪৬ জন। আর সুস্থ হয়েছেন ৬৪ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।