মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
১১ ডিসেম্বর। ১৯৭১ সালের আজকের এ দিনে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের শুরু থেকে ভূখণ্ডের অধিকার অর্জনে ঝাঁপিয়ে পড়ে নদী বেষ্টিত জেলা মুন্সিগঞ্জের স্বাধীনতাকামী মানুষ। পর্যায়ক্রমে স্বাধীন হয় জেলার ৫ উপজেলা।
জেলা সদরে কোণঠাসা হয়ে পড়ে পাক সেনারা। এ অবস্থায় ১১ ডিসেম্বর ভোরে শহরের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প ছেড়ে ধলেশ্বরী নদী হয়ে পালিয়ে যায় পাক সেনারা। পূর্ব আকাশে উঠে রক্তিম সূর্য। সকাল হতেই লাল-সবুজের পতাকা নিয়ে জের বিজয় উল্লাস ছড়িয়ে জেলার চারদিকে। মুক্ত হয় মুন্সিগঞ্জ।
এ উপলক্ষ্যে আজ যথাযোগ্য মর্যাদা আর বীর শহীদদের স্মরণে জেলা হানাদার মুক্ত দিবস পালন করছে জেলাবাসী। সকাল ৯টায় জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ করেন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুন্সিগঞ্জ প্রেসক্লাব, জেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আলোচনা সভায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, ১১ ডিসেম্বর মুন্সিগঞ্জবাসীর বীরত্বগাথার গৌরবময় দিবস। সুন্দর মুন্সিগঞ্জ ও সুন্দর বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ ও সবাই মিলে কাজ করতে হবে। আলোচনাসভায় জেলা পুলিশ সুপার সামসুল আলম সরকারসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমএস