রংপুরে করোনা থেকে একসঙ্গে ১৫ জন সুস্থ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১৪ মে ২০২০

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ১৫ জন বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই ১৫ জনকে ছাড়পত্র দেয়া হয়।

তারা হলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্রাদার ফোরকান আলী (৪৫), নার্স শিরীন আখতার (৪২), ব্রাদার ফাহিনুর (২৭), নার্স মমতা আখতার (৩৮) এবং স্টাফ হুমায়ুন কবীর নোমান (৪২), মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ রবিউল ইসলাম (৩৫), মিঠাপুকুর উপজেলার বাবুল ঘোষ (৪৮) এবং রংপুর সিটি করপোরেশনের কর্মচারী দবির উদ্দিন (৩৭)।

এছাড়া রংপুর পুলিশ লাইন্সের সাতজন সদস্যকে ছাড়পত্র দেয়া হয়। তারা হলেন- মশিউর রহমান (৩৮), নাহিদ হাসান (২৯), জয়দেব (২৮), নীল কমল (২২), সিরাজ উদ্দিন (২৯), মতিয়ার রহমান (২৭) এবং শাকিল (২৩)। এই সাত পুলিশ সদস্য গত ৫ মে হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে মোট ২৯ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা করোনামুক্তদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।

korona

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী বলেন, ফোরকান আলী ২৯ এপিল, মমতা আখতার ৩০ এপ্রিল, নোমান ও দবির ২ মে, শিরীন ও ফাহিন ৫ মে এবং রবিউল ও বাবুল ৯ মে হাসপাতালে ভর্তি হন। এই ১৫ জন রোগীর শরীরে করোনার উপসর্গ না থাকা এবং পরপর দুই বার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় বৃহস্পতিবার ছাড়পত্র দেয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।
বর্তমানে হাসপাতালে ১৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জিতু কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।