খুলনায় আবার দোকান ও শপিংমল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ মে ২০২০
ফাইল ছবি

করোনা মোকাবেলায় খুলনার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল আবারও বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গত ১০ মে থেকে দোকানপাট, মার্কেট এবং শপিংমল চালু করার অনুমতি প্রদান করে জেলা প্রশাসন। কিন্তু সামাজিক দূরত্ব না মানায় এবং মানুষের অধিক চাপ পরিলক্ষিত হওয়ায় তা স্থগিত করা হলো।

তবে ওষুধের দোকান যথারীতি চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া কৃষিপণ্য, নিত্যপণ্য পরিবহনে কোনো বিধিনিষেধ থাকছে না। কাঁচাবাজারের ক্ষেত্রেও পূর্বের নির্দেশনা প্রযোজ্য হবে।

আলমগীর হান্নান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।