৭০ বছরের বৃদ্ধের করোনাজয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৪ মে ২০২০

খুলনায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পুলিশ সদস্যসহ দুজন। বৃহস্পতিবার দুপুরে খুলনার করোনা হাসপাতাল (ডায়াবেটিস হাসপাতাল) থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।

সুস্থ ব্যক্তিরা হলেন- প্রত্যাশা আবাসিক এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল আলী আজম (৫৯) ও যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামের বৃদ্ধ ইব্রাহিম শেখ (৭০)।

খুলনার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল পুলিশ কনস্টেবল আলী আজমের করোনা শনাক্ত হয়। পরবর্তীতে ৬ মে দ্বিতীয়বার পজিটিভ হন তিনি। ১১ এবং ১৩ মে পরপর দুবার নেগেটিভ হওয়ায় তাকে সুস্থ ঘোষণা করা হয়। এছাড়া যশোরের অভয়নগর উপজেলার ইব্রাহিম শেখের পরপর দুই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকেও করোনামুক্ত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে করোনা হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সিকান্দার, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়া, খুলনা করোনা হাসপাতালের আহ্বায়ক ডা. ফরিদ উদ্দিন আহমেদ ও ডা. খসরুর আলম।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।