জামালপুরে করোনাযুদ্ধে জয়ী হলেন আরও সাতজন
জামালপুরে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টার থেকে সাতজন বাড়ি ফিরে গেছেন। শুক্রবার বিকেলে তাদের আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে জেলায় চার ধাপে মোট ৫৫ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে স্বাস্থ্য বিভাগের পাঁচজনসহ মোট সাতজন সুস্থ হওয়ায় শুক্রবার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ইতোপূর্বে তিন ধাপে মোট ৪৯ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট আক্রান্ত ১১১ জনের মধ্যে বর্তমানে শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৮ জন, হোম আইসোলেশনে ৩২ জন এবং তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে তিনজনের। এর মধ্যে দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
এএম/জেআইএম