স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৮৫ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৬ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৮৫ জনকে ৬৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শুক্রবার (১৫ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

fine1

এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৬৭টি মামলায় ৮৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৬৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জানান, গত ৫২ দিনে ৩৫৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ৭৫টি মামলায় ২ হাজার ২৬৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪২ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।