লালমনিরহাটে আরও দুজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন
লালমনিরহাটের কালীগঞ্জে এক নারী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের হিসাবরক্ষকের করোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শনিবার (১৬ মে) রাত সাড়ে ৮টায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৭ মে ঢাকা হেমায়েতপুরের বোনের বাসা থেকে জ্বর সর্দি ও কাশি নিয়ে নিজ বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের কাশীরাম গ্রামে যান ওই নারী। এরপর গত ৯ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়। পরে শনিবার তার করোনা পিজিটিভ আসে। আরেকজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের হিসাবরক্ষকের জ্বর, সর্দি ও কাশি থাকায় একই দিনে তারও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। শনিবার রাতে সেই রির্পোট পজিটিভ আসে। তাকে ইতিপূর্বে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তিনি লালমনিরহাট সদর উপজেলায় নিজ বাসায় অবস্থান করছেন।
এদিকে রাতেই ঢাকাফেরত ওই নারীর বাড়িসহ তিনটি বাড়ি ও তার বাবার চায়ের দোকানসহ পাশের তিনটি দোকান লগডাউন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরজু মো. সাজ্জাদ হোসেন।
কালীগঞ্জ উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউল হাসান বলেন, তাদের বাড়ি ও চায়ের দোকান লকডাউন করা হয়েছে।
মো. রবিউল হাসান/এমএফ