খুলনায় সদ্য নিয়োগপ্রাপ্ত নার্সসহ আরও ২৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৭ মে ২০২০

খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নতুন করে আরও ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (১৭ মে) খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে খুলনার নমুনা ছিল ৩৩টি, বাকিগুলো অন্য জেলার। আক্রান্তদের মধ্যে খুলনায় একজন, বাগেরহাটের কচুয়ার মৃত একজন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার একজন ও দেবহাটার ২৩ জন।

খুুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের ল্যাবে রোববার ১৭৭টি নমুনার পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে খুলনার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। বাকিগুলো অন্য জেলার। আক্রান্তদের মধ্যে খুলনার সদ্য নিয়োগপ্রাপ্ত এক নার্স, বাগেরহাটের কচুয়ার মৃত এক ব্যক্তি, সাতক্ষীরার আশাশুনি উপজেলার একজন ও দেবহাটার ২৩ জন।

খুুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সবশেষ তথ্য অনুযায়ী খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১৫ জন।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।