ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় প্রস্তুত সাতক্ষীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৩১ পিএম, ১৭ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা প্রশাসন। রোববার বিকেল ৩টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় চার নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

বিকেলে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার পর রাত ৯টায় প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। সাংবাদিকদের সঙ্গে ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলার প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি।

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলার প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সাতক্ষীরা জেলার ১৪৭টি সাইক্লোন শেল্টার ও এক হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলার জন্য জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।

তিনি জানান, এছাড়া স্বাস্থ্য বিভাগকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। যেকোনো ধরনের ক্ষয়ক্ষতির মাত্রা থেকে রক্ষা পেতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে আসার জন্য আগামীকাল সোমবার থেকে কাজ শুরু করা হবে। আশ্রয়কেন্দ্রগুলোতে যেন সামাজিক দূরত্ব বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করবে প্রশাসন। এছাড়া জেলায় দুর্যোগ মোকাবিলায় ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, আগামীকাল সোমবার জানা যাবে ঘূর্ণিঝড় আম্ফান বাংলাদেশে আঘাত হানবে কি-না। বর্তমানে ঘূণিঝড়টি সাতক্ষীরা উপকূল থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ১২৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।