ভেজাল সেমাই তৈরির সময় ধরা খেলেন কারখানা মালিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৮ মে ২০২০

মাদারীপুরের শিবচরে ভেজাল সেমাই তৈরির সময় ফটিক মোল্লা নামে এক কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার বন্দোখোলা ইউনিয়নের শিকদারহাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট এম. রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন। এছাড়াও কারখানাটি সিলগালা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিরাপদ খাদ্য পরিদর্শক ফজলুল হক ও শিবচর থানার সহকারী উপপরিদর্শক হেলালকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার মালিক ফঠিক মোল্লার কাছ থেকে ভোক্তা অধিকার আইনে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের পর মালিকদের সতর্ক করে দেওয়া হয় পরবর্তীতে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ কারখানা পরিচালনা করলে জেল ও জরিমানা করা হবে এবং কঠিন শাস্তি প্রদান করা হবে।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।