শেরপুরে মৃত ব্যক্তির করোনা পজিটিভ, নতুন করে আক্রান্ত ১১
শেরপুরে নতুন করে চিকিৎসক-পুলিশসহ আরও ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর প্রথমবারের মতো জেলায় একজনের করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির বাড়ি নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে।
মঙ্গলবার (১৯ মে) সকালে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও প্রস্রাবের জ্বালাপোড়া নিয়ে প্রথমে নালিতাবাড়ীর একটি ক্লিনিকে চিকিৎসা নেন। পরে ১৬ মে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়। তবে তার দাফন স্বাভাবিকভাবেই হয়। সোমবার (১৮ মে) রাতে ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরও জানান, মারা যাওয়া ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়াও জেলা সদরে পুলিশসহ তিনজন, নকলায় চিকিৎসকসহ দুইজন, নালিতাবাড়ীতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ তিনজন ও শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছে।
আরএআর/এমকেএইচ