ঝালকাঠিতে ডুবে গেছে অর্ধশতাধিক গ্রাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ১১:২৮ পিএম, ২০ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ঝালকাঠির বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে সাত ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সদর উপজেলার সাচিলাপুর কিস্তাকাঠি এলাকার সোহেল খলিফা বলেন, বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বুধবার রাত ১০টার দিকে অন্তত সাত ফুট বৃদ্ধি পেয়েছে। এতে তলিয়ে গেছে বসতবাড়িসহ ফসলি জমি। নদীপাড়ের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ঝোড়ো ও দমকা হাওয়ায় অনেক গাছ উপড়ে পড়েছে।

jalokati-1

জানা গেছে, সুগন্ধা ও বিষখালী নদীর দুই পাড়ে দুই লক্ষাধিক লোকের বসবাস। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে অর্ধশতাধিক গ্রাম।

ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী বলেন, আম্ফানের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বইছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। জেলার ২৭৪ আশ্রয়কেন্দ্রে ১৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

আতিকুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।