গাজীপুরে পরিবহন শ্রমিকদের ঈদসামগ্রী দিলেন জিএমপি কমিশনার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক গাজীপুর
প্রকাশিত: ০২:৪১ এএম, ২১ মে ২০২০

করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন হয়েপড়া পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন।

বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে ২৫০ জন কর্মহীন গণপরিবহন শ্রমিকের মাঝে এসব ঈদ সামগ্রী প্রদান করা হয়।

সদর মেট্রো থানা পুলিশের ওসি মুহাম্মদ আলমগীর ভুঞা জানান, থানার সকল অফিসার ও ফোর্সের বেতন বোনাস থেকে দেয়া অর্থে কর্মহীন পরিবহন শ্রমিকদের জন্য এসব ঈদ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়।

এসবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, আলু, তেল, সেমাই, কিসমিস প্রভৃতি। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুর রহমান, এডিসি আবু লাইচ মোহাম্মদ ইলিয়াস জিকু, এসি সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এমএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।