মাগুরায় আম্ফানের তাণ্ডবে লন্ডভন্ড ফসলের মাঠ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২১ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্লকে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কলা এবং পেঁপে চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পেঁপে চাষি কবির মণ্ডল জানান, করোনার ক্ষতি এখনও তিনি কাটিয়ে উঠতে পারেন নি। তারমধ্যে আবার ঘূর্ণিঝড় আম্ফান তাকে সর্বস্বান্ত করে ফেলেছে। ব্যাংক থেকে ঋণ করে চলতি মৌসুমে পেঁপের চাষ করলেও ফল ধরন্ত গাছগুলো ভেঙে পড়ায় তিনি এখন খাবেন কী এ চিন্তা বাদ দিয়ে ব্যাংকের টাকা কিভাবে পরিশোধ করবেন সে চিন্তায় বার বার মুর্ছা যাচ্ছেন!

Magura-2

তিনি বলেন, এবছর ব্যাংক থেকে ঋণ করে প্রায় দুই বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন, কিন্তু করোনার কারণে সঠিক মূল্যে বিক্রি করতে পারছেন না। এর মধ্যেই আবার ঘূর্ণিঝড় এসে তার গাছগুলো মাটিতে ফেলে দিয়েছে এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে গেলেন।

অপরদিকে একই ব্লকের কলা চাষি কুদ্দুস শেখ বলেন, লিজের আড়াই বিঘা জমিতে তিনি এবার কলা চাষ করেছেন। প্রতিবছর রোজার মধ্যে কলার চাহিদা ভালো থাকায় দামও ভালো পাওয়া যায় কিন্তু এবার করোনার কারণে সেটা হয়নি এরই মধ্যে আবার আম্ফান এসে বাগান লন্ডভন্ড করে দিয়েছে। যা তাকে পথে বসিয়ে দিয়েছে বলে জানান তিনি।

Magura

এসব বিষয়ে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জাহিদুল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে জেলা কৃষি বিভাগ কার্যকরি ব্যবস্থা গ্রহণ করেছে।

আরাফাত হোসেন/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।