শেরপুর সীমান্তে দুই হাজার পরিবারকে বিজিবির খাদ্য সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ২৩ মে ২০২০

করোনা পরিস্থিতিতে শেরপুর সীমান্তে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৩ মে) বিকেলে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে নালিতাবাড়ীর হাতিপাগার ক্যাম্পের আওতায় নাকুগাঁও স্থলবন্দর এবং রামচন্দ্রকুড়া ক্যাম্পের আওতায় স্থানীয় মিনি স্টেডিয়ামে ২ শতাধিক পরিবারের মাঝে বস্তাভর্তি এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এদিকে শেরপুর সীমান্তে বিভিন্ন বিজিবি ক্যাম্পের মাধ্যমে এদিন ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর আগে প্রথম দফায় আরও এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছিল বলে জানান বিজিবি কর্মকর্তারা।

এসব খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে প্রতি পরিবারের জন্য ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ লিটার তেল, এক কেজি লবণ, ২ কেজি চিনি, সাবান ও সেমাই।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী বিতরণ কাজ উদ্বোধন করেন। এসময় ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদ মাহমুদ, সহকারী পরিচালক ইউনুছ আলীসহ স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান বলেন, এ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের মাধ্যমে এ নিয়ে দু’দফায় সীমান্ত এলাকায় বসবাসকারী ২ হাজার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেয়া হলো।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজিবি’র মাধ্যমে বিতরণের জন্য এসব উপহার সামগ্রী দেয়া হয়েছে। ভবিষ্যতে যদি আরও কোনো সংগঠনের পক্ষ থেকে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাওয়া যায় সেই অনুযায়ী সীমান্ত জনপদের মানুষের মাঝে বিতরণ করা হবে।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।