বগুড়ায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৫ মে ২০২০

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৫ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে সদরের ৪ জন, সোনাতলার ২ জন, সারিয়াকান্দি ও নন্দীগ্রামের একজন করে। সদরের ৪ জনের মধ্যে ২ জন নাটাইপাড়ার। একজন উপশহরের বাসিন্দা পেশায় চিকিৎসক। বাকি একজন কৃষ্ণপুর এলাকার। সোনাতলা দুইজনের মধ্যে একজনের বাসা পাকুল্লায়।
তিনি রংপুরফেরত।

অপরজন আগুনেতাইর এলাকার। সারিয়াকান্দির একজন। তার বিস্তারিত জানা যায়নি। নন্দীগ্রামের এক নারী চিকিৎসক। তিনি শজিমেকে দায়িত্বে আছেন। লোকালি আক্রান্ত। বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এখন চিকিৎসাধীন ১৬২ জন।

লিমন বাসার/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।