বাদ এশা নিজ গ্রামে ডেপুটি স্পিকারের স্ত্রীর দাফন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৬ মে ২০২০

এশার নামাজের পর দাফন সম্পন্ন হবে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বীর। মঙ্গলবার (২৬ মে) নিজ গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে তার দাফন হবে।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান মিজান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনোয়ারা রাব্বীর মৃতদেহ বহনকারী গাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার উদ্দেশে রওনা হয়েছে। এশার নামাজের পর আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তাকে দাফন করা হবে।

গত ১৮ মে গাইবান্ধা-৫ আসনের বিভিন্ন উপজেলায় ঈদ উপহার বিতরণ করতে যান সেখানকার সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা আনোয়ারা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেদিনই ঢাকায় ফেরেন ফজলে রাব্বী। প্রথমে তার স্ত্রীকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ মে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আনোয়ারাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এতদিন। আজ সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাহিদ খন্দকার/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।