হাসপাতালের গেটে সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এক প্রসূতির সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
কমিটিতে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুরঞ্জন কুমার বর্মনকে সদস্য সচিব করা হয়েছে।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এর আগে সোমবার (২৫ মে) বিকেলে দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের বাড়িতে থাকা অবস্থায় প্রসূতি রাশেদা বেগমের (৫০) প্রসব বেদনা ওঠে। পরে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা করোনাভাইরাসের অজুহাতে রাশেদাকে ভর্তি করেননি। এজন্য চিকিৎসকদের একাধিকবার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ পরিবারের। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে আসায় গেট সংলগ্ন রাস্তায় স্থানীয় নারীদের সহযোগিতায় রাশেদা কন্যাসন্তান প্রসব করেন।
প্রসূতি রাশেদা বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (ভাঙা বাঁধের মাথা) গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
জাহিদ খন্দকার/আরএআর/এমএস