বরগুনায় টর্নেডোর আঘাতে ঘরবাড়ি লন্ডভন্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৭ মে ২০২০

বরগুনার পাথরঘাটা উপজেলায় টর্নেডোর আঘাতে ১৫ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শিশুসহ চারজন।

বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ঞ্জানপাড়া এলাকায় টর্নেডো আঘাত হানে। ঘটনার পরপরই পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেন।

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ বলেন, দুপুর ১২টার দিকে ঞ্জানপাড়া এলাকায় টর্নডো আঘাত হানে। এতে মুহূর্তের মধ্যে জাকির শরীফ ও রানী বেগমের ঘর দুটি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আরও ১৩টি ঘর। তবে এতে কেউ হতাহত হয়নি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি। টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন দেয়ার পাশাপাশি নগদ অর্থ সহায়তা দেয়া হবে।

সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।