কোনো উপসর্গ নেই খুলনা শিল্প পুলিশের ১৪ সদস্যের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:১১ এএম, ৩০ মে ২০২০

খুলনা থেকে ঢাকার আশুলিয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে খুলনা শিল্প পুলিশের ১৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

তাদের খুলনা করোন ডেডিকেটেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।খুলনা শিল্পাঞ্চল পুলিশের এসপি মো. কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পজিটিভ ১৪ পুলিশ সদস্যই সুস্থ স্বাভাবিক আছেন। তাদের মধ্যে কোনো করোনা উপসর্গ প্রকাশ পায়নি।

জানা যায়, গত ৭ মে খুলনা শিল্প পুলিশের ৯৪ সদস্য ঢাকার আশুলিয়ায় দায়িত্ব পালনে যান।তারা গত ২৩ মে খুলনায় ফেরেন।রুটিন মাফিক ৯৪ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদেরকে খুলনা করোনা ডেডিকেটেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।বাকি ৮০ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আলমগীর হান্নান/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।