খুলনায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে যুবকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুন্সী রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পিরোজপুরের মঠবাড়িয়ার তিগিকাটা এলাকার হারুনের ছেলে সোহাগ গত ৩-৪ দিন জ্বরে ভুগছিলেন। শনিবার তাকে হাসপাতালে আনা হলে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য সোহাগের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আলমগীর হান্নান/আরএআর/পিআর