অফিস খোলার দিনে রাজশাহীতে করোনা আক্রান্তের রেকর্ড
অফিস খোলার দিনেই রাজশাহীতে সর্বোচ্চ ৬৮ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। আরও আটজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত একজন। আটজন করোনাজয় করলেও প্রাণ হারিয়েছেন একজন। এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৪ জনে।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, নতুন করে বগুড়ায় আরও ২৮ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া জয়পুরহাটে ১৫ জন, নওগাঁয় ১৩ জন এবং সিরাজগঞ্জে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে নতুন করে করোনা শনাক্ত হয়নি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায়।
রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৭৪ জনের। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ২৪৫ জন। করোনায় প্রাণ গেছে বিভাগে এ পর্যন্ত ছয়জনের। তবে করোনাজয় করে ঘরে ফিরেছেন ২০৮ জন।
স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, বিভাগে করোনার হটস্পট বগুড়ায় করোনা ধরা পড়েছে ৩২২ জনের। তবে করোনাজয় করেছেন এই জেলার ৩১ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন। করোনায় প্রাণ গেছে একজনের। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১৬৩ জন।
এ পর্যন্ত ১৩২ জনের করোনা ধরা পড়েছে নওগাঁয়। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন। বিভাগে সর্বশেষ করোনায় প্রাণ হারানো রোগী নওগাঁর বাসিন্দা। এ পর্যন্ত ৫৫ জনের করোনা ধরা পড়েছে নাটোরে। এর মধ্যে করোনাজয় করেছেন ১০ জন। করোনায় প্রাণ গেছে একজনের। ৫৪ জনের করোনা ধরা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সুস্থ হয়েছেন এই জেলার ১১ জন। তবে হাসপাতালে চিকিৎসাধীন আটজন।
রাজশাহী জেলায় এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ৫১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। করোনায় প্রাণ গেছে এ পর্যন্ত দুইজনের। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আটজন। এ পর্যন্ত ৩৮ জনের করোনা ধরা পড়েছে সিরাজগঞ্জে। এর মধ্যে করোনাজয় করেছেন তিনজন। হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। করোনায় প্রাণ গেছে জেলায় একজনের। ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে পাবনায়। এর মধ্যে সুস্থ হয়েছেন সাতজন। হাসপাতালে ভর্তি রয়েছেন একজন।
ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ