রংপুরে করোনা থেকে সুস্থ হলেন আরও ৯ জন
রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে আরও নয়জন সুস্থ হয়েছেন। সোমবার (০১ জুন) দুপুরে করোনামুক্ত হওয়ায় পুলিশ এবং আনসার সদস্যসহ নয়জনকে ছাড়পত্র দেয়া হয়।
বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদেরকে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান। এ নিয়ে মোট ৭৭ জন এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে নিয়ে বাড়ি ফিরলেন।
নতুন করে ছাড়পত্রপ্রাপ্তরা হলেন- পুলিশ সদস্য তাজউদ্দীন (৪৪) ও রাসেল মিয়া (২৭), আনসার সদস্য এনামুল হক (২৮), রেজাউল আলম (৪৪) এবং শাহিনুর (২৬), জনতা ব্যাংকের কর্মকর্তা রাজন মিয়া (৩৬), কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা আব্দুল খালেক (৬০), ঢাকায় বেসরকারি সংস্থায় চাকরিরত রিপন মোহন্ত (২৯) এবং রংপুর শহরের বাসিন্দা তাসফি (২০)।
ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী বলেন, এনামুল হক গত ১৩ মে, রেজাউল আলম, শাহিনুর, রাসেল ও রিপন ১৫ মে, তাজউদ্দিন ১৮ মে, তাসফি ১৯ মে, রাজন ২৩ মে এবং আব্দুল খালেক ২৪ মে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। এই নয়জন ব্যক্তির শরীরে কোভিড-১৯-এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় সোমবার তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
এ নিয়ে মোট ৭৭ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে হাসপাতালে ২০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
জিতু কবীর/এএম/এমকেএইচ