ভাড়া দেড় গুণ বেশি, যাত্রীবোঝাই আগের মতোই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০২ পিএম, ০১ জুন ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের কারণে টানা দুই মাসেরও বেশি বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে গণপরিবহন চলাচল।

সোমবার (০১ জুন) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর বাস টার্মিনাল ও পৈরতলা বাসস্ট্যান্ড এবং সরাইল বিশ্বরোড মোড় থেকে ঢাকা, চট্টগ্রাম ও হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে যাত্রীবাহী বাস ছেড়ে গেছে। তবে কোনো বাসই সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মানেনি। ফলে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

B-baria-Bus2

সোমবার দুপুরে সরাইল বিশ্বরোড মোড়ে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বাসগুলোতে ২০ জন যাত্রী পরিবহনের কথা থাকলেও অধিক যাত্রী বহন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার ভাড়া ৩২০ টাকা নির্ধারণ করা হলেও যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। তবে কোনো বাসেই জীবাণুনাশক ও যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র দেখা যায়নি।

শামছুল ইসলাম নামে এক যাত্রী জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে আটকা পড়েছিলেন। ঢাকায় ফিরে যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড় থেকে একটি বাসের টিকিট নিয়েছেন অতিরিক্ত দামে। তার কাছ থেকে ৩২০ টাকার বদলে ৩৫০ টাকা নেয়া হয়েছে।

B-baria-Bus2

আরেক যাত্রী রফিক মিয়া জানান, বাস কাউন্টারে যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়নি। ২০ জন যাত্রী পরিবহনের কথা থাকলেও অতিরিক্ত যাত্রী তুলেছেন বাসের কর্মচারীরা।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, কোনো বাসে অতিরিক্ত যাত্রী তোলা হচ্ছে না। আমাদের পরিবহন নেতারা বিভিন্ন পয়েন্টে বিষয়গুলো তদারিক করছেন। অনেক যাত্রীই সচেতন না, চাপাচাপি করে বাসে উঠে যান। যাত্রীদের সুরক্ষার জন্য বাস কাউন্টারগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকলেও তাপমাত্রা মাপার যন্ত্র এখনও সংগ্রহ করতে পারিনি।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।