দ্বিগুণ যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল নৈশকোচ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০২ জুন ২০২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্যবিধি না মেনে একটি নৈশকোচে অতিরিক্ত যাত্রী বহন করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ জুন) রাত ৯টার দিকে জেলার কচাকাটা থানার সাদুর মোড় থেকে লিমন এন্টারপ্রাইজ নামে নৈশকোচটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটিতে সরকার নির্ধারিত যাত্রীর চেয়ে দ্বিগুণ যাত্রী বহন করা হচ্ছিল।

বাসটি ভূরুঙ্গামারী থানার চেক পোস্টে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে বাসের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাস থেকে অতিরিক্ত যাত্রীদের নামিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম জানান, বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। সরকারের নির্দেশনা উপেক্ষা এবং স্বাস্থ্যবিধি না মানায় চালককে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য যাত্রীবাহী কোচগুলোর কিছু সমস্যা ছিল। তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

নাজমুল হোসাইন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।