নাসিমের সুস্থতা কামনায় মসজিদে-মসজিদে দোয়া মাহফিল
করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিমের সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা শহর এবং উপজেলার কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) বাদ আসর মসজিদগুলোতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সিরাজগঞ্জ জজ কোর্ট মসজিদে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা আব্দুল বাতেন সেলিমের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মুসল্লিরা অংশ নেন।
এছাড়া সদর উপজেলা পরিষদ মসজিদ, হোসেনপুর চর পুঠিয়াবাড়ি মসজিদ, হোসেনপুর রৌহাবাড়ি মসজিদ, হোসেনপুর লাল মসজিদ, হোসেনপুর উত্তরপাড়া মসজিদ, পৌর বাস টার্মিনাল মসজিদ, রহমতগঞ্জ কবরস্থান মসজিদ এবং কাজিপুর, শাহজাদপুর ও সলঙ্গার কয়েকটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাশাপাশি সিরাজগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে জেলা, উপজেলা ও ইউনিয়নসহ সব ইউনিটকে মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় স্ব স্ব এলাকার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক একরামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়।
এর আগে সোমবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বর্ষীয়ান এই রাজনীতিবিদের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। হাসপতালে ভর্তির পর তার করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস